Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 

নদী :বাংলাদেশ নদী মার্তৃক দেশ । এটা একটা বদ্বীপ । নদী মার্তৃক বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূবার্চলে রয়েছে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন । যার ঠিক মধ্য খান দিয়ে সাপের মত আকা বাকা হয়ে বয়ে গেছে সিংগুয়া নদী । এই নদীটি উক্ত ইউনিয়নকে দুইটি ভাগে বিভক্ত করেছে । বর্ষাকালে এই নদী কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে ফলে অতুলনীয় সৌন্দযের্র লীলাক্ষেত্র তৈরি হয় । গ্রামের সহজ সরল দারিদ্র কৃষকেরা সিংগুয়া নদীর বুকে দিবালোকে ও নিশীতে মাছ ধরায় ব্যস্ত থাকে ।

 

বিল :পাটুয়াভাংগা ইউনিয়নের পশ্চিম প্রান্তরে রয়েছে তিনটি বিল । এগুলো হল নলা বিল, চেংগামারা বিল, নবাগিয়া বিল ।উক্ত ইউনিয়নের দক্ষিন প্রান্তরে আছে বাগাতিয়া বিল এবং পূবর্পাশে রয়েছে জড়িরপাড় বিল ।

 

খাল :নদী ও বিলের সাথে সংযোগ স্থাপনকারী কতগুলো খাল রয়েছে। এগুলো হল নলা বিল থেকে চেংগামার বিল পযর্ন্ত একটি খাল । আবার চেংগামারা বিল হতে নবাগিয়া বিল পযর্ন্ত আরেকটি খাল । সবর্শেষে সিংগুয়া নদী থেকে নলা বিল পযর্ন্ত একটি বিশাল খালের যোগসূত্র রয়েছে ।

সুতরাং, ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নে নদীর সংখ্যা  = ০১টি

                        বিলের সংখ্যা =  ০৫টি এবং

                        খালের সংখ্যা =   ০৩টি ।