Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন:  

মামলার মোট আবেদন ১০৩ টি

ফৌজদারী মামলার সংখ্যা ৮৩ টি

দেওয়ানী মামলার সংখ্যা ২০ টি

                                                 

বরাবর,

          চেয়ারম্যান সাহেব,

          ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ

          পাকুন্দিয়া , কিশোরগঞ্জ।

 

বিষয়ঃ ইউ,পি সদস্য কে লাঞ্চিত ও অপমানিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে

 

জনাব,

          বিনীত নিবেদন এই যে, আমি এনায়েত হোসেন, পিতাঃ শামসুদ্দিন, গ্রাম: বিশুহাটি , পোঃ মাইজহাটি, পাকুন্দিয়া , কিশোরগঞ্জ । গত ৫/৮/১২ ইং রোজরবিবার রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় বিশোহাটি বাজারে  আলফাজ উদ্দিন মোল্যার চা ও লেপ-তোষকের দোকানে ১০০/২০০ জন লোকের সামনে  শফিউদ্দিন, পিতা - মৃত আলিম উদ্দিন, গ্রাম -বিশুহাটি, পাকুন্দিয়া , কিশোরগঞ্জ। এবং তার সাথেআরো ২/৩ জন এর উস্কানিতে রফিকুল, পিতা - মৃত আঃ ছাত্তার, গ্রাম - বীরউজলী, কাপাসিয়া, গাজীপুর এবং হাবিবুর রহমান, পিতা - জিন্নাত আলী, গ্রাম - বীরউজলী, কাপাসিয়া, গাজীপুর। অকথ্য ভাষায় গালি গালাছ করে এবং আমি মোতালেবের নিকটথেকে ২ গন্ডা জমি ঘুষ নিয়ে তাদের বিরম্নদ্ধে রায় দিয়েছি বলে মিথ্যাঅপপ্রচার চালায়, যা সম্পুর্ণ বানুয়াট। গালি গালাছ এর এক পর্যায়ে তারা আমাকেমারপিট করতে এলে উপস্থিত জনতা তাদের কে বাধাদেয়। এতে করে জন সম্মুখে আমাকেমিথ্যা ও বানুয়াট কথা বলে অপমান করাছে।

 

অতএব, জনাবের নিকট প্রার্থনা উক্ত ঘটনা তদমত্ম সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার যেন মর্জি হয়।

 

 

                                                                                                বিনীত নিবেদক

                                                                                               এনায়েত হোসেন, ইউ,পি সদস্য ৭নং ওয়ার্ড 

                                                      পাকুন্দিয়া , কিশোরগঞ্জ ।