এক নজরে
১। নাম : ৬নং পাটুয়াভাংগা ইউনিয়ন পরিষদ।
২। আয়তন : ৯.৬১৭ বর্গমাইল / ৬১৫৫ একর।
৩। মোট জমির পরিমান : ৫৮২৫.৪৫ একর।
৪। গ্রামের সংখ্যা : ৩৪ টি।
৫। মৌজার সংখ্যা : ১০টি।
৬। খানার সংখ্যা : ৭৩৯৩টি।
৭। মোট লোক সংখ্যা : ৩৩৮৯২ জন।
(ক) পুরুষ সংখ্যা: ১৬৩৭৪ জন।
(ক) মহিলা সংখ্যা: ১৭৫১৮জন।
৮। মোট ভোটার সংখ্যা: ২১৮৫৮ জন।
(ক)পুরুষ : ১০৮৭২ জন।
(খ) মহিলা : ১০৯৮৬ জন।
৯। শিক্ষা প্রতিষ্ঠান :
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১টি।
(খ) রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি।
(গ) মাদ্রাসার সংখ্যা ৫টি।
(ঘ) এতিমখানা ২টি।
(ঙ) উচ্চ বিদ্যালয় ৩টি।
(চ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০১টি।
১০। চিনিকল : ০১টি।
১১। পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র ০১টি।
১২। কমিনিউটি ক্লিনিক ০৪টি।
১৩। ইউনিয়ন ভূমি অফিস ০১টি।
১৪। ব্যাংক : সোনালী ব্যাংক ০১টি এবং রুপালী ব্যাংক ০১টি।
১৫। বাজার সংখ্যা ০৪টি।
১৬। ডাকঘর সংখ্যা ০২টি।
১৭। মসজিদ সংখ্যা : ৬৯টি
১৮। এন.জি.ও : পল্লী বিকাশ কেন্দ্র ০১টি।
১৯। বীমা প্রতিষ্ঠান : ০১টি।
২০। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ০১টি।
২১। ইউনিয়ন পরিষদের জনবল : সচিব ০১ জন, দফাদার ০১ জন, মহল্লাদার ০৭ জন।(শূন্য ০১ জন)
তথ্য সংগ্রহে : ধন্যবাদান্তে,
সচিব চেয়ারম্যান
৬নং পাটুয়াভাংগা ইউনিয়ন পরিষদ ৬নংপাটুয়াভাংগা ইউনিয়ন পরিষদ
পাকুন্দিয়া , কিশোরগঞ্জ। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস