কথায় আছে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্য দারিদ্র আনে,পাপে আনে দুঃখ। অর্থ্যাৎ পরিশ্রম সৌভাগের প্রসুতি।
মানুষ তার সন্তানদের যেমন যত্ন নিয়ে আদরের সহিদ বড় করে তুলে ও তাদের নিয়ে স্বপ্ন দেখে ঠিক তেমনি ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে হয়। ফসলের সময়মত সঠিক যত্ন নিতে হয়। যে কৃষক তার জমির প্রতি যত বেশী যত্নশীল সে কৃষকের জমি তত বেশী ভাল ও সে তত বেশি ফসল ঘরে তুলতে পারবে বলে আশা করেন। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন একটি কৃষি নির্ভরশীল এলাকা। এ অঞ্চলের জনগণ তাদের কৃষিকাজের মধ্য থেখে জীবীকার অন্বেষণ করে থাকে। ফলে এ এলাকার প্রতিটি পরিবার ও পরিবারের সদস্যরা কৃষি কাজের সাথে জড়িত। এর পাশাপাশি অন্যান্য কাজ তারা করে থাকে যা খুবই নগন্য। বলতে গেলে সোনার বাংলার সোনার ফসল জন্মানো এ এলাকার প্রতিটি মানুষের অহংকার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস